Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০১৬

বান্দরবানের বালাঘাটায় তুলা গবেষণা কেন্দ্রে গত ১২ মার্চ ২০১৬ শনিবার ‘পাহাড়ের ঢালে ধান-তুলা আন্তঃচাষের মাধ্যমে জুম চাষিদের আয় বৃদ্ধির সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ী তুলা চাষ গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত পরিচালক জনাব মো. আখতারুজ্জামান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন।


প্রকাশন তারিখ : 2016-03-15

বান্দরবানের বালাঘাটায় তুলা গবেষণা কেন্দ্রে গত ১২ মার্চ ২০১৬ শনিবার ‘পাহাড়ের ঢালে ধান-তুলা আন্তঃচাষের মাধ্যমে জুম চাষিদের আয় বৃদ্ধির সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ী তুলা চাষ গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত পরিচালক জনাব মো. আখতারুজ্জামান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিক্তি সচিব জনাব মো. নাসিরুজ্জামান, বান্দরবানের পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক জনাব দিলীপ কুমার বণিক। কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের প্রোগ্রাম ডাইরেক্টর (ক্রপস) ড. মো. আব্দুর রাজ্জাক এবং অধ্যাপক ড. আব্দুল হামিদ। অতিথিরা পার্বত্যাঞ্চলে তুলা চাষ বৃদ্ধির মাধ্যমে জুম চাষিদের আয় বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং এ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন করণীয় ও নির্দেশনা প্রদান করেন।
অনুষ্উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন।