জোনাল কার্যালয়
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, ঢাকা জোন, ঢাকা
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, ময়মনসিংহ জোন, ময়মনসিংহ
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যশোর জোন, যশোর
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, কুষ্টিয়া জোন, কুষ্টিয়া
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, ঝিনাইদহ জোন, ঝিনাইদহ
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, চুয়াডাঙ্গা জোন, চুয়াডাঙ্গা
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, রাজশাহী জোন, রাজশাহী
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বগুড়া জোন, বগুড়া
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, রংপুর জোন, রংপুর
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, ঠাকুরগাঁও জোন, ঠাকুরগাও
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, খাগড়াছড়ি জোন, খাগড়াছড়ি
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, রাংগামাটি জোন, রাংগামাটি
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বান্দরবন জোন, বান্দরবন
Array ( [id] => ffb09a77-1be6-459c-9041-db3bbdfa035f [version] => 52 [active] => 1 [publish] => 1 [created] => 2015-03-11 05:45:02 [lastmodified] => 2023-02-19 15:34:30 [createdby] => 532 [lastmodifiedby] => 2613 [domain_id] => 6285 [office_id] => [menu_id] => [title_bn] => ড. মোঃ ফখরে আলম ইবনে তাবিব [title_en] => Dr. Md. Fakhre Alam Ibne Tabib [body_bn] => [body_en] => [userpermissionsids] => [uploadpath] => 2db5cebb-60c1-4b12-8342-7ade8bb7f052 [userip] => 127.0.0.1 [useragent] => Mozilla/5.0 (Windows NT 10.0; Win64; x64) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/110.0.0.0 Safari/537.36 [usergeo] => [is_right_side_bar] => 1 [office_head_photo] => Array ( [0] => Array ( [name] => 2023-01-05-04-35-64c8968291759080eb1bfc0e689e6e56.jpg [caption_bn] => ড. মোঃ ফখরে আলম ইবনে তাবিব [caption_en] => Dr. Md. Fakhre Alam Ibne Tabib [link] => ) ) [office_head_description] => তুলা গবেষণা ও সম্প্রসারণ বিষয়ে স্বনামধন্য বিশেষজ্ঞ ড. মোঃ ফরিদ উদ্দিন ১৯৬১ সালে বরগুনা জেলার আমতলীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় হতে মাষ্টার্স অব সাইন্স ডিগ্রী এবং ২০১০ সালে জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয় থেকে পিএইডি ডিগ্রী অর্জন করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ডানিডা, এফএও, ইইউ এবং ওআইসি কর্তৃক আয়োজিত অনেক প্রশিক্ষণ কোর্স দেশে ও বিদেশে বিশেষ করে ব্রাজিল, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, উজবেকিস্তান, কিরগিস্তান এবং তুরস্কে সাফল্যজনকভাবে সমাপ্ত করেন। তিনি ১৯৮৭ সালে তার চাকুরী জীবন শুরু করেন এবং বিভিন্ন সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক সংস্থাসমূহে বিভিন্ন বিষয় ও ফসলের উপর বিগত ৩০ বছর যাবৎ সাফল্যজনকভাবে চাকুরী করে আসছেন। তিনি এক্সপার্ট ফেসিলেটেটর ও বাংলাদেশ অংশের কোঅর্ডিনেটর হিসেবে এফএও কর্তৃক বাস্তবায়িত ও ইইউ এর অর্থায়নে কটন আইপিএম বিষয়ক মহাদেশীয় প্রকল্পে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত কর্মরত ছিলেন তিনি বিগত ২০ বছর যাবৎ তুলা উন্নয়ন বোর্ডে বিভিন্ন পদে এবং বর্তমানে তিনি নির্বাহী পরিচালক পদে কৃষি মন্ত্রণালয়াধীন তুলা উন্নয়ন বোর্ডে কর্মরত আছেন। তিনি অনেক পেশাজীবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন। তিনি কৃষিবিদ ইনস্টিটিউশনের একজন সদস্য। তাছাড়াও তিনি এগ্রোনমী সোসাইটি অব বাংলাদেশ এর নির্বাহী পরিষদের সদস্য। পাশাপাশি তিনি কৃষিবিদ কো-অপারেটিভ সোসাইটি, বোটানিক্যাল সোসাইটি এবং মোহনা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটর সম্মানিত সদস্য। বর্তমানে তিনি এশিয়ান কটন রিসার্চ এবং ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সভাপতি। তিনি অনেক আনুষ্ঠানিক ও উপআনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত আছেন। বিশেষ করে পুষ্টি ও উদ্যানতত্ত্ব বিষয়ক গবেষণা ও সম্প্রসারণ পদ্ধতির উপর নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে আসছেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের বিএজিএড এর একজন তালিকাভূক্ত প্রশিক্ষক। তাছাড়াও তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত চাষী ও মাঠকর্মী প্রশিক্ষণ কর্মসূচিতে নিয়মিতভাবে প্রশিক্ষণ প্রদান করেন। তার অনেক গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ও সেমিনার প্রসেডিংস এ প্রকাশিত হয়েছে এবং তিনি গাইডলাইন ফর ফার্মার ফিল্ড স্কুল এবং তুলা উৎপাদন কর্মসূচি বিষয়ক বই লিখেছেন। তুলা গবেষণা ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তুলা গবেষণায় গতিশীলতা ও পরিপূর্ণতা আনয়ন, তুলাচাষ সম্প্রসারণ, বীজ উৎপাদন, প্রশিক্ষণ, বাজারজাতকরণ, ঋণ বিতরণ সর্বোপরি তুলা চাষের উন্নয়নে তিনি সদা সচেষ্ট রয়েছেন। বাংলাদেশের স্বল্প উৎপাদনশীল এলাকা যেমন: পাহাড়ী, খরাপ্রবন, লবণাক্ত এলাকায় তুলা চাষ সম্প্রসারণের লক্ষ্যে তিনি নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সাফল্যজনকভাবে তুলার আইপিএম প্রযুক্তি উদ্ভাবন করেন এবং উদ্ভাবিত প্রযুক্তি চাষীপর্যায়ে বিস্তারের মাধ্যমে তুলার বালাইদমন ব্যবস্থাপনার ব্যয় হ্রাসে অবদান রাখেন। তার উল্লেখযোগ্য অবদান হলো সনাতন ঝুম চাষের পরিবর্তে ধান-তুলার আন্তঃচাষের প্রযুক্তি উদ্ভাবন যার মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তার ঐকান্তিক ইচ্ছায় তুলা উন্নয়ন বোর্ডে বায়োটেকনোলজি গবেষণা শুরু হয়েছে যার ফলসরূপ কৃষকদের মধ্যে বিটি তুলা সরবরাহ করা সম্ভব হবে। তার সরাসরি তত্ত্বাবধানে স্বল্পমেয়াদী তুলার জাত উদ্ভাবন, লবণাক্ত ও খরসহনশীল জাত উদ্ভাবনে গবেষণা কাজ শুরু হয়েছে। তিনিই প্রথম দক্ষিণাঞ্চলের বিশাল লবণাক্ত এলাকায় রোপা আমন সংগ্রহের পর যে জমি পতিত অবস্থায় থাকে সেখানে রবি তুলার চাষ প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছেন। তার উদ্যোগে ইন্টারন্যাশনাল কটন এডভাইজরি কমিটি (আইসিএসি), ইউএসএ; জাতিসংঘ ভিত্তিক ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সাথে তিনি সাফল্যজনকভাবে তুলা উন্নয়ন বোর্ডের সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় তুরস্কের নাইজিলি কটন রিসার্চ ইনস্টিটিউট, ভারতের কেন্দ্রীয় তুলা গবেষণা ইনস্টিটিউটসহ কয়েকটি দেশের গবেষণা প্রতিষ্ঠানের সাথে তুলা উন্নয়ন বোর্ড যৌথভাবে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। [office_head_des_bn] =>ড. মো: ফখরে আলম ইবনে তাবিব
নির্বাহী পরিচালক
তুলা উন্নয়ন বোর্ড
ড. মো: ফখরে আলম ইবনে তাবিব গত ০৪ জানুয়ারী ২০২৩ তারিখ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক পদে চলতি দায়িত্বে যোগদান করেন। নির্বাহী পরিচালক পদে যোগদানের পূর্বে তিনি বিগত ২০২১ সালের ১৪ জুলাই তারিখে ৩য় গ্রেডভূক্ত অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে তুলা উন্নয়ন বোর্ড সদর দপ্তর খামারবাড়ি, ফার্মগেট, ঢাকায় যোগদান করেন। তিনি তুলা উন্নয়ন বোর্ডের ৯ম গ্রেডভূক্ত তুলা উন্নয়ন কর্মকর্তা পদে বিগত ৩০ নভেম্বর ১৯৯৩ তারিখে সরকারী চাকুরী শুরু করেন। দীর্ঘ ২৯ বছরের চাকুরী জীবনে তিনি তুলা উন্নয়ন বোর্ডের জোনাল কাযার্লয়, পাবনা ও বগুড়া এবং আঞ্চলিক কাযার্লয়, ঢাকা ও তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তরে বিভিন্ন পদবীতে সরকারী দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ ২০১৯ সালে শুদ্ধাচার পুরস্কার লাভ করেণ। এছাড়াও তিনি ইনোভেশনসহ সরকারের সেবা সহজীকরণ কাজে অবদানের জন্য স্বীকৃতি লাভ করেন। চাকুরী জীবনে তিনি তুলাচাষ সম্প্রসারণ, তুলার উপর গবেষণা পরিচালনা ও প্রকাশনা, প্রকল্পের ডিপিপি প্রনয়ণ, প্লানিং, মনিটরিং এবং প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। ড. তাবিব এর কম্পিউটার লিটারেসী ও আইসিটি এর উপর দক্ষতা রয়েছে।
ড. মো: ফখরে আলম ইবনে তাবিব ১৯৬৬ সালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন জাফরপুর গ্রামে জন্মগ্রহন করেণ। তাঁর পিতা মো: তাবিবুর রহমান এবং মাতা মরহুম মোসা: ফরিদা রহমান। তিনি বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে এইচএসসি-তে ১ম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ১৯৯১ সালে কৃষিতে বিএসসি (এজি) অনার্স ডিগ্রি এবং ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে এগ্রোনোমিতে এমএসসি (এজি) ডিগ্রি অর্জন করেণ। তিনি ২০০৬ সালে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী হতে ডেভেলপমেন্ট প্লানিং এর উপর পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি লাভ করেণ। ড. তাবিব ২০১৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় হতে এগ্রোনোমি ডিসিপ্লিনে তুলার সাথে মুগবিনের ক্রপিং সিস্টেমের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেণ। পিএইচডিতে তাঁর গবেষণার বিষয় ছিল “Planting Pattern and Nutrient Management Effect on the Productivity of Cotton+Mungbean Intercropping Systems”.
ড. মো: ফখরে আলম ইবনে তাবিব চাকুরীকালীন দেশের অভ্যন্তরে বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানে তুলা চাষ প্রযুক্তি, কৃষি সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তর, জীব প্রযুক্তি ও বায়োসেফটি, জৈব কৃষি ও টেকসই তুলা উৎপাদন, আইসিটি ও ই-গর্ভনেন্স, ইনোভেশন, পিপিআর-২০০৮ ও ই-জিপি, সরকারি প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহন করেণ। তিনি মিশর, তুরস্ক, উজবেকিস্তান ও দক্ষিন কোরিয়াতে তুলা উৎপাদন প্রযুক্তি, জীব প্রযুক্তি, জৈব কৃষি ও টেকসই তুলা উৎপাদনের উপর বিভিন্ন প্রশিক্ষণ এবং সেমিনার-এ প্রবন্ধ উপস্থাপন ও অংশগ্রহন করেছেন। তিনি দেশে বিদেশের বিভিন্ন সনামধন্য প্রোফেশনাল এসোসিয়েশনের আজীবন সদস্য হয়েছেন তন্মধ্যে International Cotton Researchers Association (ICRA), Krishibid Institution Bangladesh (KIB), Bangladesh Society of Agronomy (BSA), Weed Science Society of Bangladesh (WSSB), Bangladesh Agricultural Extension Network (BAEN), Ecological Society of Bangladesh (ESB) অন্যতম।
ড. মো: ফখরে আলম ইবনে তাবিব দেশে ও বিদেশে বিভিন্ন ম্যাগাজিনে যেমন- Textile Today, Cotton Innovations, Cotton Bangladesh তুলাসহ সমসাময়িক বিষয়াদির উপর নিয়মিত লেখালেখি করেন। তাঁর দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে ১১টি সায়েন্টিফিক প্রকাশনা রয়েছে।
ড. মো: ফখরে আলম ইবনে তাবিব ১৯৯৭ সালে মোসা: শাহরিয়া সিমি এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের একমাত্র সন্তান শমিত ফাতিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং এ অধ্যয়নরত।
[office_head_des_en] =>Dr. Md. Fakhre Alam Ibne Tabib
Executive Director
Cotton Development Board
Dr. Md. Fakhre Alam Ibne Tabib joined as Executive Director of Cotton Development Board as Current Charge on 04 January 2023. Before joining the Executive Director, he joined as Additional Director (3rd grade) on July 14, 2021 after being promoted to the post in the Cotton Development Board headquarter Khamarbari, Farmgate, Dhaka. He started his government service on November 30, 1993 as Cotton Development Officer of Grade 9 of Cotton Development Board. During his long service of 29 years, he has performed his government duties with honesty, sincerity and devotion in various positions in Zonal Office, Pabna and Bogra and Regional Office, Dhaka and Headquarter of Cotton Development Board. He received the Integrity Award in 2019 in recognition of his performance and devotion in government service. He was also recognized for his contribution in facilitating government services simplification through innovation ideas. During his career, he has gained expertise and experience in cotton extension, conducting and publishing research on cotton, Preparation of DPP, planning & monitoring and administrative & financial management. Dr. Tabib has expertise in computer literacy and ICT.
Dr. Md. Fakhre Alam Ibne Tabib was born in Jaforpur under Akkelpur upazila of Joypurhat district in 1966. His father Md. Tabibur Rahman and mother late Mst. Farida Rahman. He passed SSC from Bogura Zilla School and HSC from Government Azizul Haque College, Bogura with 1st division. He obtained BSc (Ag) Honors degree in Agriculture in 1991 and MSc (Ag) in Agronomy in 1997 from Bangladesh Agricultural University. He received Post Graduate Diploma in Development Planning from National Academy of Planning and Development in 2006. Dr. Tabib obtained his PhD degree in Agronomy discipline from Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University in 2013 on Cropping System of Cotton and Mugbean. His research topic in PhD was “Planting Pattern and Nutrient Management Effect on the Productivity of Cotton + Mungbean Intercropping Systems”.
Dr. Md. Fakhre Alam Ibne Tabib received training from various reputed institutions within the country on Cotton Cultivation Technology, Agricultural Extension and Technology Transfer, Biotechnology and Biosafety on GM crops, Organic Agriculture and Sustainable Cotton Production, ICT and e-Governance, Innovation, PPR-2008 and e-GP, Government Administrative and Financial management. He has presented and participated in various training and seminars on cotton production technology, biotechnology, organic agriculture and sustainable cotton production in Egypt, Turkey, Uzbekistan and South Korea.
He is a lifetime member of various reputed professional associations in the country and abroad including International Cotton Researchers Association (ICRA), Krishibid Institutions Bangladesh (KIB), Bangladesh Society of Agronomy (BSA), Weed Science Society of Bangladesh (WSSB), Society of Bangladesh Agricultural Extension Network (BAEN), Ecological Society of Bangladesh (ESB).
Dr. Md. Fakhre Alam Ibne Tabib writes regularly on contemporary issues on cotton and agriculture in various magazines in the country and abroad such as Cotton Innovations, Textile Today, Cotton Bangladesh. He has 11 scientific publications in the national and international journals.
Dr. Md Fakhre Alam Ibne Tabib was married to Mst. Shahria Shimi in 1997 and their only child Shamit Fatin is studying BSc in Computer Science and Engineering at Bangladesh University of Engineering and Technology (BUET).
[designation] => [designation_new_bn] =>নির্বাহী পরিচালক
[designation_new_en] =>Executive Director
[weight] => 1 ) =======================
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস।
কারিগরি সহায়তায়: