Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ অক্টোবর ২০২২

তুলা ফসলের জরুরী বার্তা


প্রকাশন তারিখ : 2022-10-25

১। সার প্রয়োগ ও গোড়াবাঁধাইঃ

বৃষ্টিতে সার ধুয়ে চলে যাওয়ায় পরিমানমত পটাশ, ডিএপি, বোরণ ও জিপসাম সার প্রয়োগ করে গোড়া বাঁধাই করে দিতে হবে। ঢলে পড়া গাছ অবশ্যই দ্রুত সোজা করে দিতে হবে।

২।ফুল ও বোল ঝড়া রোধঃ

ফুল ও বোল ঝড়া রোধের জন্য ন্যাফথালিন অ্যাসিটিক অ্যাসিড ও জিবরালিক এসিড পরিমানমত ব্যবহার করতে হবে।

৩। বোল পঁচা রোগ দমনঃ 

বোল পঁচা রোগ দমনের জন্য ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে।

৪। জ্যাসিড নিয়ন্ত্রনঃ

  অতি বৃষ্টি ও বাতাসের আদ্রতা বৃদ্ধির জন্য তুলা ফসলে জ্যাসিডের আক্রমন বৃদ্ধি পাওয়ায় জ্যাসিড নিয়ন্ত্রনের জন্য দ্রুত গাছের কচিপাতার নীচে স্প্রে করতে হবে এবং পাতার শিরায় জ্যাসিডের ডিম ফুটে আবারো সংখ্যায় বৃদ্ধি পাওয়ার আশংকা রোধের জন্য পরবর্তী স্প্রে ৩ দিনের মধ্যে কচি পাতার নীচে অন্য গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে। আর আঁচা পোকার আক্রমন দেখা দিলে হাত বাছাই করে ২ গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে।

৫। রুপালী বাম্পার প্রয়োগঃ

গাছের অধিক বৃদ্ধি রোধ, গাছ শক্ত, পাতা পুরু ও গাঢ় সবুজ করার জন্য প্রতি লিটার পানিতে ২ এমএল রুপালী বাম্পার মিশ্রিত করে গাছের শীর্ষ ডগায় স্প্রে করতে হবে।