তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক প্রতিবছর ৪টি তুলা গবেষণা খামারে মৌলবীজ ও ভিত্তিবীজ এবং চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে আমেরিকান জাতের প্রত্যায়িত মানের বীজ উৎপাদন করা হয়। এছাড়াও পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র ও উপ-কেন্দ্রসমূহে এবং নির্বাচিত চাষিদের মাধ্যমে পাহাড়ী তুলার উন্নত বীজ উৎপাদন করা হয়। খামার সমূহে মৌল ও ভিত্তি বীজ কটন এগ্রোনমিষ্ট ও গবেষকদের তত্ত্ববাবধানে এবং প্রত্যায়িতমানের বীজ রিজিয়ন পর্যায়ে কর্মরত বীজ উৎপাদন বিশেষজ্ঞ ও জোনাল পর্যায়ের কর্মকর্তাদের তত্বাবধানে উৎপন্ন করা হয়। উৎপাদিত তুলাবীজ স্বল্প মূল্যে চাষীদের মাঝে বিতরণ করা হয়।