Wellcome to National Portal
  • 2021-11-16-08-43-5cdfd2996ac248afcfb68632716d1589
  • 2021-11-16-09-44-95d525e5600b3d9c25fa819b77193967
  • 021
  • 2023-05-03-08-42-a78dfd2da2540fa22fce3e0a144d3c03
  • 2021-11-17-07-28-f2289abaf8e1282508364d95c8d5928f
  • 2022-11-11-18-16-ef598a436825bbc92d19ea82246e5926
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ নভেম্বর ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো: আখতারুজ্জামান কর্তৃক পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও ৩ নভেম্বর জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি গভীর সমবেদনা জানিয় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোফাজ্জল হক টুটুল, জাফর আলী, উপপরিচালক, তুলা উন্নয়ন বোর্ড (স: দ:), কামরুল হাসান, উপপরিচালক, তুলা উন্নয়ন বোর্ড আঞ্চলিক কার্যালয় যশোর, ড. মো: গাজী গোলাম মর্তুজা, প্রকল্প পরিচালক, তুলাচাষ সম্প্রসারণ প্রকল্প (ফেজ-১), ড. সীমা কুন্ডু, প্রকল্প পরিচালক, তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প, এ. বি. এম মাহমুদ হাসান, সিনিয়র সীড প্রোডাকশন অফিসার এবং মোহাম্মদ মফাজ্জল হোসেন, সিনিয়র জিনিং অফিসার।