Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩

ড. মোঃ ফখরে আলম ইবনে তাবিব

. মো: ফখরে আলম ইবনে তাবিব

নির্বাহী পরিচালক

তুলা উন্নয়ন বোর্ড

ড. মো: ফখরে আলম ইবনে তাবিব গত ০৪ জানুয়ারী ২০২৩ তারিখ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক পদে চলতি দায়িত্বে যোগদান করেন। নির্বাহী পরিচালক পদে যোগদানের পূর্বে তিনি বিগত ২০২১ সালের ১৪ জুলাই তারিখে ৩য় গ্রেডভূক্ত অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে তুলা উন্নয়ন বোর্ড সদর দপ্তর খামারবাড়ি, ফার্মগেট, ঢাকায় যোগদান করেন। তিনি তুলা উন্নয়ন বোর্ডের ৯ম গ্রেডভূক্ত তুলা উন্নয়ন কর্মকর্তা পদে বিগত    ৩০ নভেম্বর ১৯৯৩ তারিখে সরকারী চাকুরী শুরু করেন। দীর্ঘ ২৯ বছরের চাকুরী জীবনে তিনি তুলা উন্নয়ন বোর্ডের জোনাল কাযার্লয়, পাবনা ও বগুড়া এবং আঞ্চলিক কাযার্লয়, ঢাকা ও তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তরে বিভিন্ন পদবীতে সরকারী দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ ২০১৯ সালে শুদ্ধাচার পুরস্কার লাভ করেণ। এছাড়াও তিনি ইনোভেশনসহ সরকারের সেবা সহজীকরণ কাজে অবদানের জন্য স্বীকৃতি লাভ করেন। চাকুরী জীবনে তিনি তুলাচাষ সম্প্রসারণ, তুলার উপর গবেষণা পরিচালনা ও প্রকাশনা, প্রকল্পের ডিপিপি প্রনয়ণ, প্লানিং, মনিটরিং এবং প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। ড. তাবিব এর কম্পিউটার লিটারেসী ও আইসিটি এর উপর দক্ষতা রয়েছে।

ড. মো: ফখরে আলম ইবনে তাবিব ১৯৬৬ সালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন জাফরপুর গ্রামে জন্মগ্রহন করেণ। তাঁর পিতা মো: তাবিবুর রহমান এবং মাতা মরহুম মোসা: ফরিদা রহমান। তিনি বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে এইচএসসি-তে ১ম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ১৯৯১ সালে কৃষিতে বিএসসি (এজি) অনার্স ডিগ্রি এবং ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে এগ্রোনোমিতে এমএসসি (এজি) ডিগ্রি অর্জন করেণ। তিনি ২০০৬ সালে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী হতে ডেভেলপমেন্ট প্লানিং এর উপর পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি লাভ করেণ। ড. তাবিব ২০১৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় হতে এগ্রোনোমি ডিসিপ্লিনে তুলার সাথে মুগবিনের ক্রপিং সিস্টেমের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেণ। পিএইচডিতে তাঁর গবেষণার বিষয় ছিল “Planting Pattern and Nutrient Management Effect on the Productivity of Cotton+Mungbean Intercropping Systems”.

 

ড. মো: ফখরে আলম ইবনে তাবিব চাকুরীকালীন দেশের অভ্যন্তরে বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানে তুলা চাষ প্রযুক্তি, কৃষি সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তর, জীব প্রযুক্তি ও বায়োসেফটি, জৈব কৃষি ও টেকসই তুলা উৎপাদন, আইসিটি ও ই-গর্ভনেন্স, ইনোভেশন, পিপিআর-২০০৮ ও ই-জিপি, সরকারি প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহন করেণ। তিনি মিশর, তুরস্ক, উজবেকিস্তান ও দক্ষিন কোরিয়াতে তুলা উৎপাদন প্রযুক্তি, জীব প্রযুক্তি, জৈব কৃষি ও টেকসই তুলা উৎপাদনের উপর বিভিন্ন প্রশিক্ষণ এবং সেমিনার-এ প্রবন্ধ উপস্থাপন ও অংশগ্রহন করেছেন। তিনি দেশে বিদেশের বিভিন্ন সনামধন্য প্রোফেশনাল এসোসিয়েশনের আজীবন সদস্য হয়েছেন তন্মধ্যে International Cotton Researchers Association (ICRA), Krishibid Institution Bangladesh (KIB), Bangladesh Society of Agronomy (BSA), Weed Science Society of Bangladesh (WSSB), Bangladesh Agricultural Extension Network (BAEN), Ecological Society of Bangladesh (ESB) অন্যতম।

ড. মো: ফখরে আলম ইবনে তাবিব দেশে ও বিদেশে বিভিন্ন ম্যাগাজিনে যেমন- Textile Today, Cotton Innovations, Cotton Bangladesh তুলাসহ সমসাময়িক বিষয়াদির উপর নিয়মিত লেখালেখি করেন। তাঁর দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে ১১টি সায়েন্টিফিক প্রকাশনা রয়েছে।

ড. মো: ফখরে আলম ইবনে তাবিব ১৯৯৭ সালে মোসা: শাহরিয়া সিমি এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের একমাত্র সন্তান শমিত ফাতিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং এ অধ্যয়নরত।