তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মোঃ ফরিদ উদ্দিন গত ৩-৫ আগষ্ট SESRIC,OIC এবং RBDC, Oxfam ও অন্যান্য সংস্থা কর্তৃক আয়োজিত তুর্কির ইজমিরে অনুষ্ঠিত 'From Farm to Fashion' শীর্ষক সম্মেলনে যোগদান করেন। সেখানে ২০ টি দেশের মোট ১২০ জন অংশগ্রহনকারী ছিলেন। তুর্কি, পাকিস্তান, তানজানিয়া, উজবেকিস্তান, উগান্ডা ইত্যাদি সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ২৫টি পেপার উপস্থাপন করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে তিনি পেপার উপস্থাপন করেন। উক্ত সম্মেলনে তুলা চাষের জন্য আধুনিক প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়। সবশেষে তিনি নাজিলি কটন রিসার্চ স্টেশন এবং তাদের তুলা পরিক্ষাগার, তুলা জিনিং ও প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন। উক্ত সম্মেলনে তুলা প্রযুক্তি সম্পর্কে শিক্ষনীয় অনেক দিক ছিল যা বাংলাদেশের তুলা গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে।