Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০২২

এপিএ-তে তুলা উন্নয়ন বোর্ডের ১ম স্থান অর্জন এবং তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ১ম বারের মতো তুলা উৎপাদনকারী ৪০টি দেশের মধ্যে International Cotton Researchers Association (ICRA) এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত


প্রকাশন তারিখ : 2022-10-20

শুভেচ্ছা নিবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে শুরু করে মন্ত্রণালয়, দপ্তর সংস্থাসহ আওতাধীন কার্যালসমূহ প্রতি বছর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে থাকে এবং বছর শেষে উক্ত চুক্তি মূল্যায়ন করা হয়ে থাকে। ২০২১-২২ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ৫টি কর্মপরিকল্পনা (NIS, Innovation, GRS, RTI, Citizen Charter)  এবং মূল এপিএ এর কর্মসম্পাদন সূচক চুড়ান্ত মূল্যায়নে কৃষি মন্ত্রণালয়ের ১৭ টি সংস্থার মধ্যে তুলা উন্নয়ন বোর্ড ১ম স্থান অর্জন করেছে। তুলা উন্নয়ন বোর্ডের এ অর্জন প্রথমবারের মতো হয়েছে। এই অর্জন তুলা উন্নয়ন বোর্ডের সকলের জন্য একটি জাতীয় অর্জন এবং অত্যন্ত গর্বের বিষয়।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ১ম বারের মতো তুলা উৎপাদনকারী ৪০টি দেশের মধ্যে International Cotton Researchers Association (ICRA) এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। এই অর্জন তুলা উন্নয়ন বোর্ডের জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি। 

বিশ্ব তুলা গবেষণা কনফারেন্স-৭ (WCRC-7) এ বাংলাদেশের মসলিন ঐতিহ্যের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। কনফারেন্সে ৪০টি দেশের ২০০ শতাধিক অংশগ্রহণকারীদের মাঝে মসলিন ঐতিহ্যের ফুটি কার্পাস অনুসন্ধানে তুলা উন্নয়ন বোর্ডের ডকুমেন্টারী উপস্থাপন করা হয়। এ উপস্থাপনা তুলা উন্নয়ন বোর্ডের ভাবমুর্তিকে আন্তর্জাতিক পরিমন্ডলে আরো উজ্জল করেছে।

এছাড় বাংলাদেশের তুলা গবেষণাকে এগিয়ে নিতে মিশরের কায়রোতে গত ৫ অক্টোবর ২০২২ তারিখে মিশরের তুলা গবেষণা ইনস্টিটিউট (CRI) এর সাথে বাংলাদেশের তুলা উন্নয়ন বোর্ড এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মিশর বিশ্বের উৎকৃষ্ট মানের তুলা উৎপাদন করে থাকে বিধায় দেশের তুলা উৎপাদন ও মান উন্নয়নে সমঝোতা স্মারক আগামীতে আন্তর্জাতিক প্রকল্প প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদেশের সাথে তুলা উন্নয়ন বোর্ডের এটিই প্রথম স্বাক্ষরিত সমঝোতা স্মারক।

উপর্যুক্ত অর্জনসমূহ সকল প্রোগ্রামে প্রচারের মাধ্যমে তুলা উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীকে উৎসাহ প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ রকম আরো জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি অর্জনের জন্য সকলকে উৎসাহের সাথে কাজ করার জন্য অনুরোধ করছি।