Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd এপ্রিল ২০২৩

তুলা উন্নয়ন বোর্ডের ২৩ টি অভ্যন্তরীন সেবা myGov.bd প্লাটফর্মে ডিজিটাইজডকরণ


প্রকাশন তারিখ : 2023-03-30
তুলা উন্নয়ন বোর্ডের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে অত্র দপ্তরের সিটিজেন চার্টারভুক্ত ২৩ টি অভ্যন্তরীন সেবা myGov.bd প্লাটফর্মে ডিজিটাইজড করা হয়েছে। এর মাধ্যমে তুলা উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারী সেবাগুলো গ্রহণ করতে পারবেন।
সেবাগুলি নিম্নরূপ:
1. বিশেষ অসুস্থতাজনিত ছুটি (তুলা উন্নয়ন বোর্ড)
2. সংগনিরোধ ছুটি (তুলা উন্নয়ন বোর্ড)
3. অধ্যয়ন ছুটি (তুলা উন্নয়ন বোর্ড)
4. অসাধারণ ছুটি (তুলা উন্নয়ন বোর্ড)
5. শ্রান্তি-বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরীর আবেদন (তুলা উন্নয়ন বোর্ড)
6. গাড়ী রিকুইজিশনের জন্য আবেদন (তুলা উন্নয়ন বোর্ড)
7. পাসপোর্টের অনাপত্তির জন্য আবেদন (তুলা উন্নয়ন বোর্ড)
8. চাকুরী স্থায়ীকরণের আবেদন (তুলা উন্নয়ন বোর্ড)
9. সাধারণ ভবিষ্যৎ তহবিল হতে অগ্রিম মঞ্জুরি (তুলা উন্নয়ন বোর্ড)
10. চিকিৎসা ছুটি মঞ্জুর (বহিঃ বাংলাদেশ) (তুলা উন্নয়ন বোর্ড)
11. প্রসূতি ছুটির জন্য আবেদন (তুলা উন্নয়ন বোর্ড)
12. অর্জিত ছুটি (বহিঃবাংলাদেশ) মঞ্জুরের আবেদন (তুলা উন্নয়ন বোর্ড)
13. সাধারণ ভবিষ্যৎ তহবিলের অর্থ চুড়ান্তভাবে পরিশোধের বিষয়ে আবেদন (তুলা উন্নয়ন বোর্ড)
14. কর্মচারী কল্যাণ তহবিল(তুলা উন্নয়ন বোর্ড)
15. পূর্ণ-বেতনে/অর্ধ-বেতনে ছুটি মনজুরের আবেদন পত্র(তুলা উন্নয়ন বোর্ড)
16. নৈমিত্তিক ছুটির জন্য আবেদন(তুলা উন্নয়ন বোর্ড)
17. গাড়ী / জমি / ফ্লাট ক্রয়ের জন্য আবেদন(তুলা উন্নয়ন বোর্ড)
18. মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন(তুলা উন্নয়ন বোর্ড)
19. অবসরোত্তর (পিআরএল) শুরুর সময় অথবা বদলিজনিত কারণে কর্মকর্তা-কর্মচারীদের না-দাবি প্রত্যয়ন পত্র প্রদান (তুলা উন্নয়ন বোর্ড)20. অবসরোত্তর (পিআরএল) এবং লাম্প গ্রান্ট অনুমোদনের জন্য আবেদন(তুলা উন্নয়ন বোর্ড)
21. অর্জিত ছুটি মঞ্জুরের আবেদন (তুলা উন্নয়ন বোর্ড)
22. চাকুরী নিয়মিতকরনের জন্য আবেদন (তুলা উন্নয়ন বোর্ড)
23. সাধারণ আবেদন(তুলা উন্নয়ন বোর্ড)
সেবাসমূহের লিংক: https://www.mygov.bd/services?category=sector...