* দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা:
অনিক কর্মকর্তা:
কর্মকর্তার নামঃ ড. মো: ফখরে আলম ইবনে তাবিব
পদবিঃ নির্বাহী পরিচালক
কার্যালয়ঃ তুলা উন্নয়ন বোর্ড, খামারবাড়ি, ঢাকা।
ইমেইল: ed@cdb.gov.bd
মোবাইল-০১৭১১২২৭০৫৪
অফিস-০২৫৮১৫৪০২১
আপিল কর্মকর্তা:
জনাব পরিতোষ হাজরা
যুগ্মসচিব (প্রশাসন)
ফোন: ৫৫১০০০৬৭
মোবাইল: ০১৭১১৯০৬১১১
ই-মেইল: jsadmn@moa.gov.bd
ওয়েব: www.moa.gov.bd
ক্র. নং |
নাম ও পদবী |
|
১. |
এইচ. এম. সাইফুল্লাহ আজাদ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তুলা উন্নয়ন বোর্ড, তুলা ভবন, কৃষি খামার সড়ক, ফার্মগেট-১২১৫ |
ফোকাল পয়েন্ট |
২. |
সুবীর কুমার বিশ্বাস তুলা উন্নয়ন কর্মকর্তা তুলা উন্নয়ন বোর্ড, তুলা ভবন, কৃষি খামার সড়ক, ফার্মগেট-১২১৫ |
বিকল্প ফোকাল পয়েন্ট |
কর্যপরিধি:
১। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা, ২০২১-২২ অনুসরণপূর্বক অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কর্মপরিকল্পনার সকল কার্যক্রম যথাসময়ে বাস্তবায়ন করবে;
২। ত্রৈমাসিক ভিত্তিতে অগ্রগতি প্রতিবেদন পরবর্তী মাসের ০২ তারিখের মধ্যে কৃষি মন্ত্রণালয়ে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং পরিকল্পনা শাখায় অনুলিপি প্রদান করবে।
৩। অর্থ বছরের মাঝামাঝি সময়ে (১৫ জানুয়ারির মধ্যে) মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করবে এবং উক্ত অফিসসমূহকে ফলাবর্তকপ্রদান করবে।
* তুলা উন্নয়ন বোর্ডের অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি
ক্র: নং |
নাম ও পদবী |
ই-মেইল ও মোবাইল নং |
কমিটিতে পদবী |
১। |
ড. মোঃ গাজী গোলাম মর্তুজা প্রকল্প পরিচালক সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প (ফেজ-১) |
mortuza01@yahoo.com |
আহবায়ক |
২। |
মুহাম্মদ মোফাজ্জল হোসেন সিনিয়র জিনিং অফিসার তুলা উন্নয়ন বোর্ড, খামারবাড়ি, ঢাকা। |
mdmofazzal1977@gmail.com |
সদস্য |
৩। |
মোঃ মমিনূল ইসলাম উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা |
mominhujur@gmail.com |
সদস্য |
কার্যপরিধি:
১। প্রতি ত্রৈমাসিকে অভিযোগ তুলা উন্নয়ন বোর্ডের প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে কমপক্ষে ১ বার পরিবীক্ষণ করতে হবে এবং উক্ত পরিবীক্ষণের প্রতিবেদন নির্বাহী পরিচালক বরাবর দাখিল করবে এবং পরিকল্পনা শাখায় অনুলিপি প্রদান করবে।